Sunday, July 27, 2025

সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

আরও পড়ুন

ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় বাসের মধ্যে অসুস্থ হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান তিনি।

কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের মাহবুব বিশ্বাসের ছেলে।

শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে বাসে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন কলম বিশ্বাস।

পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের জাগো নিউজকে বলেন, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস যমুনা সেতু পার হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  সেনাবাহিনীকে কলঙ্কিত করার চক্রান্ত শুরু হয়ে গেছে : গোলাম মাওলা রনি

সর্বশেষ সংবাদ