Sunday, July 27, 2025

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আরও পড়ুন

রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে পল্লবী থানাধীন সেকশন-১২, সিরামিক রোড, ব্লক-ধ এলাকায় এই নাশকতামূলক ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ধারণা করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কাটার মোড় এলাকায় পার্কিং করে রাখা বিকল্প পরিবহনের একটি বাসে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে এলাকাবাসীর চিৎকারে পল্লবী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুনঃ  উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহত যত, জানাল ফায়ার সার্ভিস

পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত হরতাল বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্নিসংযোগ ঘটানো হতে পারে।

পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ