Sunday, July 27, 2025

জামায়াতের সমাবেশে হাতপাখা

আরও পড়ুন

রাজনীতিতে দাঁড়িপাল্লা-হাতপাখার মেলবন্ধন চোখে পড়ার মতো। জামায়াতের আমিরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুষ্ঠানে এবং ইসলামী আন্দোলনের নেতাদের জামায়াতের অনুষ্ঠানে এরই মধ্যে দেখা গেছে।

ইসলামি রাজনীতির এই শীতল হাওয়ার মতো জামায়াতের জাতীয় সমাবেশেও স্বস্তি এনেছে হাতপাখা। ভ্যাপসা গরমে সোহরাওয়ার্দী উদ্যানে হাতপাখা হাতে বাতাস করতে দেখা গেছে অনেককেই।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ। আনুষ্ঠানিক যাত্রা দুপুর ২টায় হলেও সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এরই মধ্যে মাইকে সালাম দিয়ে এই ঘোষণা দিয়েছেন জনপ্রিয় শিল্পী সাইফুল্লাহ মানসুর।

আরও পড়ুনঃ  সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

জামায়াতের জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উপস্থাপন করবেন।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

জামায়াতের মহাসমাবেশ স্থলে ওজু-টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। মেডিকেল বুথ আছে। পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে নিজস্ব ব্যবস্থাপনায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ