Saturday, July 26, 2025

ডিএমপির সঙ্গে বৈঠকে জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধিদল

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এসেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে ডিএমপি কার্যালয়ে আসেন তারা। পরে অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধিদল।

জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম,

আরও পড়ুনঃ  বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জন গ্রেপ্তার

কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগরী দক্ষিণের

সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

ডিএমপির পক্ষ থেকে সভার সভাপতিত্ব করছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ, উপপুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক

গৌতম কুমার বিশ্বাস, উপপুলিশ কমিশনার(ডিসি), রমনা বিভাগ মাসুদ আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ