Sunday, July 27, 2025

ক্ষমতায় এলে সাকিবকে কি ফেরাবেন, কী বললেন মির্জা ফখরুল

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।

মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে অনেক নামীদামি ব্যক্তির উপস্থিতি। তাঁদেরই একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শেষ হতে না হতেই তিনি চলে যান। খেলার মাঝে তিনি সম্প্রচারক চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন, বিএনপি ক্ষমতায় এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কি না সেটা তার ওপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না। সেটা বিশ্বাসও করি না।

আরও পড়ুনঃ  যেখানে অবস্থান নিয়েছেন নাহিদসহ এনসিপি নেতারা

যে যোগ্য, সে অবশ্যই আসবে।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তিন বছর আগে বিদায় বললেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তাঁর ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বললেন, ‘আমি খুশি হয়েছি, বাংলাদেশ জিতেছে। অনেক দিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে।’

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা না থাকলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু

বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি-টেন ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তাঁর জাদু।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ